Posts

Showing posts from October, 2015

পিসি দিয়ে এন্ড্রয়েড সেট ফ্লাশ করার পদ্ধতি

Image
কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম বর্তমান প্রজন্মের মোবাইল ফোনের (এন্ড্রয়েড মোবাইল) ফ্ল্যাশ করা বিষয়ে। অনেকেই জানেন না কিভাবে পিসি দিয়ে এন্ড্রয়েড সেট ফ্লাশ দিতে হয়, তা নিচের স্কিনসট সহকারে দেওয়া হল। তো, চলুন এখন শুরু করা যাক। প্রথমে খেয়াল রাখতে হবে যে মোবাইলে ফ্লাশ দিবেন ৫০%-৬০% পারসেন্ট চার্জ থাকতে হবে। ‪ পদ্ধতিঃ প্রথমে  এখান  থেকে Sp Tool ডাউনলোড করবেন। তারপর যে ফোন্ডারে সফটওয়ারটি ডাউনলোড হয়েছে সেটা ওপেন করে Driver নামের ফোল্ডার এ ঢুকুন। এখান থেকে আপনার পিসির মডেল অনুযায়ী 32bit অথবা 64bit এর ড্রাইভার টা ইন্সটল দিন। আপনার পিসি কত বিট তা না জানা থাকলে My Computer এর Properties এ যান। সেখানেই লেখা পাবেন। ড্রাইভার টা সাধারণ ভাবেই ইন্সটল দিতে থাকেন। শেষের দিকে ৩/৫ বার ওয়ার্নিং দিবে। প্রতি বার ই Install This Software Driver Anyway দিন। এখন ইন্সটল শেষ করুন। মোবাইল অনুযায়ী ফ্লাশ ফাইল ডাউনলোড করতে নিচের ডাউনলোডে ক্লিক করুন। ফ্লাশ ফাইল  ডাউনলোড driver কাজ না হলে  এখান  থেকে ডাউনলোড করতে পারেন। ধাপ ১:  মে...

পিসি যদি শর্টকাট ভাইরাসে আক্রান্ত হয়

Image
আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালই আছেন আশা করব। আমরা অনেকেই শর্টকাট ভাইরাসে আক্রান্ত। এর মূলত নাম "LNK/Starter" এটা একটা ভিবিএস স্ক্রিপ্ট। এই শর্টকাট ভাইরাস প্রতিটি ফোল্ডারে এক বা একধিক শর্টকাট লিঙ্ক তৈরি করে যাতে ক্লিক করলে সেই ফোল্ডার আরেকবার রিফ্রেশ করে। যেভাবে এটা রিমুভ করবেন... ctrl+shift+Esc চাপুন। টাস্ক ম্যানেজারের "প্রসেস" ট্যাবে যান। wscript.exe খুঁজে বের করে তাতে রাইট ক্লিক করুন। End process ক্লিক করুন। এখন C:/ ড্রাইভে বা উইন্ডোজ যেই ড্রাইভে আছে সেখানে যান। ডানদিকে উপরের সার্চে লিখুন "wscript"এবং এন্টার দিন। সার্চ শেষে Ctrl+A চেপে Shift+Delete দিন। কোনও ফাইল ডিলিট হতে না চাইলে রেখে দিন। এখন রান কম্যান্ড চালু করুন। wscript.exe লিখে ইন্টার দিন। "stop script after specified number of seconds" এ ক্লিক করুন। ওখানে 1 লিখে apply ক্লিক করুন। এখনো যদি আপনি আক্রান্ত না হয়ে থাকেন, তবে... run এ যান। wscript.exe লিখে ইন্টার দিন। "stop script after specified number of seconds" এ ক্লিক করুন। ওখানে 1 ল...