এস ই ও এর শর্ট টিপস (পার্ট -৩ , মেটা ট্যাগ )
আসসালামুআলাইকুম, কেমন আছেন বন্ধুরা,আজ আবারও আসলাম আমার ধারাবাহিক টিউন্স এস ই ও নিয়ে। আজ আমি এস ই ও এর অনেক ইম্পরট্যান্ট এক্তা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। যে কোন ওয়েব সাইট এস ই ও করার জন্য এই টপিকস খুবই গুরুত্বপূর্ণ।
এবার আসা যাক মুল বিষয় নিয়ে।আজকের বিষয়টি হচ্ছে মেটা ট্যাগ নিয়ে। এস ই ও করার জন্য মেটা ট্যাগ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা ওয়েব সাইট কে মানুষ কিভাবে পাবে তার জন্য মেটা ট্যাগ ইম্পরট্যান্ট। আমরা যদি মেটা ট্যাগ ব্যবহার না করি তাহলে কেও আমাদের ওয়েবসাইট কখনই খুজে পাবে না।আর আমরা আমাদের ভিজিটর ও কখনও পাবো না।
কথা না বারিয়ে এবার মুল বিষয়ে আশা যাক , মেটা ট্যাগ সাধারনত ওয়েবসাইট এর কোডিং এর মধ্যে স্থাপন করি বা বসাই।
মেটা ট্যাগ বসাইতে হয় দুই হেড ট্যাগ এর য কোন জায়গায়। এরপর সেভ করতে হয়।
এখন দেখাব মেটা ট্যাগ গুলো কিভাবে লিখতে হয়, মেটা ট্যাগ লিখতে হলে নিচের কোড গুলা লিখতে হবে,
<meta name="description" content=" ">
<meta name="keywords" content=" ">
<meta name="author" content="Bulbul ahmed">
<meta charset="UTF-8">
কথা না বারিয়ে এবার মুল বিষয়ে আশা যাক , মেটা ট্যাগ সাধারনত ওয়েবসাইট এর কোডিং এর মধ্যে স্থাপন করি বা বসাই।
মেটা ট্যাগ বসাইতে হয় দুই হেড ট্যাগ এর য কোন জায়গায়। এরপর সেভ করতে হয়।
এখন দেখাব মেটা ট্যাগ গুলো কিভাবে লিখতে হয়, মেটা ট্যাগ লিখতে হলে নিচের কোড গুলা লিখতে হবে,
<meta name="description" content=" ">
<meta name="keywords" content=" ">
<meta name="author" content="Bulbul ahmed">
<meta charset="UTF-8">
মেটা নেম ফার্স্ট লাইন এ দেখা যাচ্ছে ডেসক্রিপশন লেখা অইখানে আমাদের সাইট এর ডেসক্রিপশন ১৫০ ওয়ার্ড এর মধ্যে ছোট একটি বর্ণনা দীতে হবে। এর পরের লাইন টা হচ্ছে কি ওয়ার্ড , এটা খুবই ইম্পরট্যান্ট এক্তা ট্যাগ , এইখানে আপনি আপনার বাছাইক্রিত কই ওয়ার্ড বসাবেন। এই কি ওয়ার্ড এর উপর বেস করেই আপনার সাইট ভিজিটররা খুজে পাবে। এর পরের অংশটা হচ্ছে আথর অর্থাৎ সাইট এর মালিক এর নাম দিতে হবে অইখানে। এর পরের টা হচ্ছে , আপনার সাইট এর কি ওয়ার্ড টা যদি বাংলায় হয় তাহলে এটা অবশই দিতে হবে। আর বাংলা কি ওয়ার্ড না থাকলে এটার দরকার নাই।
তো হয়ে গেল আপনার মেটা ট্যাগ লিখা এই মেটা ট্যাগ কপি করে পেস্ট করুন আপনার ওয়েবসাইট এর এইচ টি এম এল এর হেড ট্যাগ এর মাজখানে। তো আপনার মেটা ট্যাগ এর কাজ শেষ ।
ধন্যবাদ সবাইকে আমার এই টিউনস টি পরার জন্য। আজকের মত এখানেই শেষ করসি। ভাল থাকবেন সবাই। আর কেমন লাগল এই টপিকসটি সবাই কমেন্তস করে জানাবেন।
বুলবুল আহমেদ
mail:bdshare6@gmail.com
skypy:bulbul.ahmed203

Comments
Post a Comment