How To Change Windows 7 Login Screen
কেমন আছেন সবাই? যথারিতি আমি বিজ্ঞানি খোকনুজ্জামান খোকন।হালকা ভাব
নিলাম।যাই হোক আবার এসেছি আপনাদের মাঝে নতুন ট্রিক্স নিয়ে,আজকে আপনাদের সাথে একটি software নিয়ে কথা
বলব,হয়ত আপনারা অনেকেই জানেন আবার জানেন না।জারা জানেন না তাদের জন্যেই আমার আজকের
লেখা।আজকে আমার লেখার টপিক কিভাবে আমরা windows এর লগিন
স্ক্রিন পরিবর্তন করব।বিষয়টা কিন্তু অনেক মজার।একটু ভাবেনতো আপনার কম্পিউটার ওপেন
করার সময় আপনি অয়েলকাম স্ক্রিন এ ওইন্ডোজ এর ছবি না দেখে আপনার ছবি দেখতে
পাবেন।যাই হোক চলুন শুরু করি কিভাবে আমরা লগিন স্ক্রিন পরিবর্তন করব...
প্রথমেই আপনার যা লাগবে তা হল একটি
সফটওয়্যার।একটি অসাধারন সফটওয়ার এবং খুব ই ছোট একটি সফটওয়ার।সফটওয়ার টা হল tweaks.com
login changer ।ও একটি কথা বলা হয়নি,আপনি windows সব এডিসন এ এই
পরিবর্তন করতে পারবেন না।যেগুলো তে করতে পারবেন
1.
Home Premium
2.
Professional
3.
Ultimate
এখন আপনার যে কাজ সেটা হল সফটওয়ার টি ডাওনলোড করা।কিভাবে করবেন?চিন্তা নেই
আমি বিজ্ঞানি কেনো আছি,এই লিঙ্ক এ ক্লিক করুন Tweaks.com,তার
পরে আপনার ওইন্ডোতে একটি ডাওনলোড পেজ আসবে...
| search this url |
আপনি download এ ক্লিক করলে
একটি যিপ(zip)ফাইল ডাওনলোড হবে।যিপ ফাইল টি Extract করে ইন্সটল
করুন।ইন্সটল করার পর এই প্রোগ্রাম টি ওপেন করুন,
থিক এই রকম আসবে
দেখুন এখানে অপসন আছে চারটি
1.
Change Logon screen
2.
Test
3.
Revert to default logon
screen
4.
About
এখন আপনি Change logon screen ক্লিক করুন,এবং ছবি বাছাই করুন।অবশ্যই 240kb এর মধ্যে
থাকতে হবে ছবিটির সাইজ।এখন open এ ক্লিক করুন ok চাপুন দুইবার, দেখবেন আপনার বাছাইকৃত ছবিটি সেট হয়ে
গেছে।থিক এইরকম,
এখন আপনার কম্পিউটার রিস্ট্রাট(restart) করলেই
পরিবর্তন টা দেখতে পারবেন।তার আগে আপনি test এ ক্লিক করে
দেখতে পারবেন কেমন দেখায়।আবার revert to default
logon screen এ ক্লিক করলেই আগের মত হয়ে যাবে।
মজারনা?অনেক কিছুই আছে আমরা কখনো
ধারনাও করিনি এইটাও থিক অইরকম।অবশ্যই করে দেখবেন।চেষ্টা করলেই পারবেন।যদি তারপরেও
কোন সমস্যার সম্মুখীন হন তাহল এই ভিডিও টি দেখুন,
আজকে তাহলে বিদায়।আবার আসব নতুন কিছু নিয়ে অবশ্যই যারা জানেননা তাদের কাছে।
ধন্যবাদ সবাইকে আমার লেখাটি পড়ার জন্যে।
ধন্যবাদ সবাইকে আমার লেখাটি পড়ার জন্যে।
thats great
ReplyDeletethanks
Delete