Top tricks for learning SEO(Search Engine optimization)
হ্যালো বন্ধুরা কেমন আছেন । আজ আবারও
আসলাম আপনাদের মাজে আমার নতুন একটি টপিকস নিয়ে।
আজ আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি বর্তমানে ইন্টারনেট দুনিয়ায়
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট , আর
সেটি হল এস ই ও (SEO) ।
এস ই ও কি??
এস ই ও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ।
আমরা যেকোনো বিষয় নিয়ে জাখন গুগল এ সার্চ দেই, তখন গুগল আমাদের অনেক গুলো রেজাল্ট
আমাদের সামনে নিয়ে আসে । কিন্ত আমরা কখনও
কি চিন্তা করেসি , কেন একটি ওয়েবসাইট সামনে আর আর কেন অনন্যা সাইট গুলা পরে শো করল। আর মুলত এই কাজ
টি ই করে এস ই ও । আর এই জান্নই এস ই ও
বর্তমানে এতটা প্রয়োজনীয় ।।
এস ই ও জানতে হলে অবশই আমদের কিছু বিষয়
জানতে হবে। আর প্রথমেই আমদের জে বিষয়টি
জানতে হবে সেটি হল কিওয়ার্ড(keyword) । আর কিওয়ার্ড(keyword) হল আমরা জে নামে
ওয়েব সাইট খুলতে চাই । অর্থাৎ জেটি হবে আমদের ডোমেইন নাম। আর
আমাদের এ জন্না একটি সুন্দর একটি নাম নির্বাচন করতে হবে। জে নাম দিয়ে মানুষ প্রচুর সার্চ দেয়।
এ ছাড়া এস ই ও এর জন্য আর ও অনেক বিষয় রয়েছে । যেমন
১।মেটা ট্যাগ (Meta Tag)
১।মেটা ট্যাগ (Meta Tag)
২। টাইেটল ট্যাগ (Title Tag)
৩। এঙ্কর ট্যাগ(Anchor Tag)
আমি আমার পরবর্তী কোন টিউনে এই বিষয় গুলা নিয়ে আলোচনা করব।
তো আজকের মত এখানেই সেস করছি , ভাল থাকবেন সবাই।

osthir
ReplyDelete