TOP TRICKS OF SEO KEYWORD SELECTION



এস ই ও   এখন আমি  শুরু করছি আমার  ( Search Engine optimization) সার্চ ইন্জিন অপটিমাইজেশন নিয়ে নিয়মিত টিউনস "SEO টিউটোরিয়াল"।।


 কি ওয়ার্ড ?? (what is key word in SEO)
SEO করতে গেলে কি ওয়ার্ড হচ্ছে খুবই  গুরুত্বপূর্ণ । SEO এর মতে কি ওয়ার্ড  হল  যে ওয়ার্ড টি নিয়ে আপনি কাজ করবেন। কিছু  এক্সামপল দেয়া যাক ,  মনে করেন আপনি free download bangle movie লিখে সার্চ দিলেন গুগল এ । গুগল আপনাকে অনেক গুলা রেজালট শো করবে। কিন্ত কোন রেজাল্ট গুগল আগে শো করবে এটা নিয়ে কখনও কি ভেবেসি আমরা?  

 এবার এই বিষয় টি নিয়েই আলোচনা করা যাক ,
 গুগল সাধারনত অই ওয়েবসাইট টি কেই আগে শো করে , যে সাইট এর কী ওয়ার্ড এবং টাইটেল  নাম সার্চ করা ওয়ার্ড এর  সাথে মিলে যাবে। সুতারাং , আমরা বুজতেই পারসি যে কী ওয়ার্ড SEO  এর জন্য  কতটা  গুরুত্বপূর্ণ । আমরা যদি আমাদের ওয়েব সাইট এর কী ওয়ার্ড নাম টা যদি ভাল না হয় তাহলেও গুগল সেতিকে খুজে পাবে না। আমাদের  আর ও একটি বিষয় লক্ষ রাখতে হবে সেটি হল  আমরা যে কি ওয়ার্ড নিয়ে কাজ  করতে চাচ্ছি , সেই কি ওয়ার্ড দিয়ে মানুষ কি পরিমান গুগল এ সার্চ করে । মানুষ যদি সার্চ এ না করে তাহলে আমরা ভিজিটর পাবো কথা থেকে । আর ভিজিটর না পাওা গেলে সাইট বানিয়ে কোন লাভ নাই।


এখন আপ্নারা বুজতেই পারতেসেন যে কি ওয়ার্ড কতটা গুরুত্বপূর্ণ । এখন আমদের কাজ হবে ওয়েব সাইট বানানোর আগে এর কী ওয়ার্ড টা যেন সিলেক্ট করা হয়। কোন কি ওয়ার্ড দিয়ে কি পরিমান সার্চ পরে তা দেখতে হলে আপ্নারা গুগল এডওয়ার্ড কি প্লান্নার ব্যবহার করতে পারেন। আর এর কমপিটিশন লো , মিডিয়াম না হাই তাও জানতে পারবেন।আপনারা অই কি ওয়ার্ড নিয়ে কাজ করবেন যেটার কমপিটিশন মিডিয়াম।

আজকের মত এখানেই শেষ করসি। আবারও আসব  SEO এর নতুন কোন টিউনস নিয়ে।
ধনবাদ সবাইকে,
বুলবুল আহমেদ
Facebook.com/bd.bulbul
m@il:bdshare6@gmail.com








Comments

Post a Comment

Popular posts from this blog

Top Mistake of WebDesign

How TO Download DU meter Latest Virsion With crack 100% lifetime

Download google earth on your Android device(গুগল আর্থ ডাউনলোড করুন আর ছবি সহ দেখুন আপনার আশে পাশের সব কিছু)