TopTricks about blogging(How to learn blogging)
অনলাইনে অর্থ উপার্জনের যতগুলো
উপায় রয়েছে তার মধ্যে ভাল হচ্ছে ব্লগিং এটা
স্থায়ী এবং মজবুত মাধ্যম । ব্লগিং এর সাথে এবং Google Adsense এর মধ্যে একটি বিশেষ ধরনের সম্পর্ক রয়েছে।
এইটার জন্য যে বা যারা Google Adsense এর মাধ্যমে বড় অংকের অর্থ উপার্জন করতে অবশই চান তাদের জন্য
অবশই ব্লগিং
সম্পর্কে পরিস্কার ধারনা থাকা প্রয়োজন।প্রথমত, ব্লগিং
অর্থাৎ এই সাইটের
জন্যই Google তার Adsense প্রোগ্রামটি চালু
করেছে আমাদের জন্য।
একটি মানসন্মত এবং ভাল মানের ব্লগিং সাইটে যে কত উপায়ে উপার্জন হতে পারে তা আসলে সত্যি কল্পনাতীত। আমরা Google Adsense এর মাধ্যমে, পিকচার এডভার্টাইজিং এর মাধ্যমে, প্রাইভেট বিজ্ঞাপন এর মাধ্যমে, এ্যাফেলিয়েট মার্কেটিং অর্থাৎ অন্নের মার্কেটিং এর মাধ্যমে, এরকম অনেক সাইট রয়েছে, যাহারা একটি মাত্র Pr-1,2,3 ওয়েব সাইটে তাহাদের লিংক যুক্ত করার ফলে অর্থ প্রদান করে। এই ধরনের বিভিন্ন উপার্জনের উপায় খুলে যায় মাত্র একটি মানসন্মত এবং ভাল ব্লগিং সাইটের জন্য।
একটি মানসন্মত এবং ভাল মানের ব্লগিং সাইটে যে কত উপায়ে উপার্জন হতে পারে তা আসলে সত্যি কল্পনাতীত। আমরা Google Adsense এর মাধ্যমে, পিকচার এডভার্টাইজিং এর মাধ্যমে, প্রাইভেট বিজ্ঞাপন এর মাধ্যমে, এ্যাফেলিয়েট মার্কেটিং অর্থাৎ অন্নের মার্কেটিং এর মাধ্যমে, এরকম অনেক সাইট রয়েছে, যাহারা একটি মাত্র Pr-1,2,3 ওয়েব সাইটে তাহাদের লিংক যুক্ত করার ফলে অর্থ প্রদান করে। এই ধরনের বিভিন্ন উপার্জনের উপায় খুলে যায় মাত্র একটি মানসন্মত এবং ভাল ব্লগিং সাইটের জন্য।
ব্লগিং কি এটা
কিভাবে করে ?
এবার আসা যাক ব্লগিং বলতে আমরা আসলে কি বুঝি। সাধারণভাবে আমার ব্লগিং বলতে কোন ধরনের সেবা বা সার্ভিস প্রদানকে বুজিয়ে থাকে । বিশ্বে অনেক সেবা প্রদানের অসংখ্য ধরনের বিষয় রয়েছে, এর মাধ্যমে আপনি আমি ব্লগিং করতে পারি । একবার আমি কলেরা জনিত একটি সমস্যা সমাধানের জন্য Google এর মাধ্যমে সার্চ দিয়ে স্বাস্থ্য বিষয়ক ওয়েব সাইটে প্রবেশ করে দেখলাম-শুধকলেরা জনিত নয়, বিভিন্ন ধরনের রোগ, ওইটার কারণ, তার সমাধান বিস্তারিতভাবে সুন্দর করে বর্ণনা দিয়েছে-সম্পূর্ণ বিনাখরচে । এই যে তারা এই একটি সার্ভিস বিনামুল্লে দিচ্ছে-এটাই হচ্ছে ব্লগিং । আপনি কোন কিছু শেখার জন্য গুগল এ সার্চ দিন, দেখবেন-হাজার হাজার অনেক সাইট রয়েছে যারা এই সম্পরকিত পোস্ট দিসসে । এটা ব্লগিং। খেয়াল করলে দেখবেন, এসব ওয়েব সাইটের অধিকাংশই Google Adsense ব্যবহার করছে.
এবার আসা যাক ব্লগিং বলতে আমরা আসলে কি বুঝি। সাধারণভাবে আমার ব্লগিং বলতে কোন ধরনের সেবা বা সার্ভিস প্রদানকে বুজিয়ে থাকে । বিশ্বে অনেক সেবা প্রদানের অসংখ্য ধরনের বিষয় রয়েছে, এর মাধ্যমে আপনি আমি ব্লগিং করতে পারি । একবার আমি কলেরা জনিত একটি সমস্যা সমাধানের জন্য Google এর মাধ্যমে সার্চ দিয়ে স্বাস্থ্য বিষয়ক ওয়েব সাইটে প্রবেশ করে দেখলাম-শুধকলেরা জনিত নয়, বিভিন্ন ধরনের রোগ, ওইটার কারণ, তার সমাধান বিস্তারিতভাবে সুন্দর করে বর্ণনা দিয়েছে-সম্পূর্ণ বিনাখরচে । এই যে তারা এই একটি সার্ভিস বিনামুল্লে দিচ্ছে-এটাই হচ্ছে ব্লগিং । আপনি কোন কিছু শেখার জন্য গুগল এ সার্চ দিন, দেখবেন-হাজার হাজার অনেক সাইট রয়েছে যারা এই সম্পরকিত পোস্ট দিসসে । এটা ব্লগিং। খেয়াল করলে দেখবেন, এসব ওয়েব সাইটের অধিকাংশই Google Adsense ব্যবহার করছে.
ব্লগিং কে আপনি
কেন পেশা হিসাবে নিবেন?
১. ব্লগিং এর মাধ্যমে উপার্জন হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ও আনলিমিটেড। সাধারণত চাকুরির মত কোন সীমানা নেই ব্লগিং এর উপার্জনের । আপনার প্রতি মাসে আয় হতে পারে ১ হাজার ডলার হতে , ২, ৩ বা তার চেয়েও অনেক উপরে। এটা সম্পরন্ন নির্ভর করবে অবশই আপনার ব্লগিংচিন্তা , শ্রম, ইত্যাদির উপর।
১. ব্লগিং এর মাধ্যমে উপার্জন হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ও আনলিমিটেড। সাধারণত চাকুরির মত কোন সীমানা নেই ব্লগিং এর উপার্জনের । আপনার প্রতি মাসে আয় হতে পারে ১ হাজার ডলার হতে , ২, ৩ বা তার চেয়েও অনেক উপরে। এটা সম্পরন্ন নির্ভর করবে অবশই আপনার ব্লগিংচিন্তা , শ্রম, ইত্যাদির উপর।
২। ব্লগিং
একটি খুবই সহজ পেশা। যে কেও
ইচ্ছা করলেই , যে কোন সময় এটা, যে কোন জায়গায় বসে ব্লগিংটা করতে পারে। একজন ছাত্র সেও
পড়াশোনার পাশাপাশি এটা করতে পারে, একজন
চাকুরিজীবিও তার
চাকুরির পাশাপাশি এটা করতে পারে এবং অর্থ
উপার্জন করতে পারে।
৩। চাকুরি
পেতে সাধারনত ঘুষ, মামা-খালু আরো অনেক কিছুর প্রয়োজন হয়। অন্যদিকে
আপনি ব্যবসা করতে চাইলে প্রয়োজন অনেক
পুঁজি, সাথে
বিশাল ঝুঁকি তো আছেই । অন্যদিকে ব্লগিং করার জন্য শুধু প্রয়োজন মাত্র ইন্টারনেট সংযুক্ত একটি । পিসি, ডোমেইন/হোস্টিং কেনার জন্য মাত্র ২/৩ হাজার টাকা এবং আপনার ব্লগিংচিন্তা , শ্রম ও মেধার সমন্বয় ।
৪। পৃথিবীর মধ্যে যতগুলো স্বাধীন পেশা আছে , তার মধ্যে ব্লগিং
অবশই অন্যতম।যখন কাজ করতে ভালো
লাগছে না, ঘুমিয়ে
পরলেন। কোথাও হতে ঘুরে আসলেন। কারো কাছে
কোন প্রকার জবাবদিহি
করতে হবে না।
৫। ব্লগিং এর জন্য আপনাকে করতে হবে প্রয়োজনীয় পড়াশুনা আর শিখতে হবে
প্রয়োজনীয় সফটওয়্যার (ওয়েব ডিজাইন ,SEO), ইত্যাদি
...।। আজ আর নয় । ভাল
থাকবেন সবাই। কথা হবে
পরবর্তী কোন টপিকস নিয়ে ......
Comments
Post a Comment