নকল হইতে সাবধান ।নকল জিনিস কিনলেন তো ঠোকলেন । নকল স্যামসাঙ ফোন চেনার উপায় (How to identify Fake samsung phone)-Toptricks
আসসালামু আলাইকুম । আমি এর আগের একটি পোস্টে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আসল পাওয়ার ব্যাংক চিনবেন ।আজ কে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসল স্যামসাঙ ফোন চিনবেন।
বর্তমান বাজারে প্রায় সকল ব্রান্ডেরই নকল ফোন পাওয়া যায় । অন্যান্য ফোনের তুলোনায় নকল স্যামসাঙ ফোনের সংখাই বেশি।আর আপনারা হয়তো জানেন যে নকল স্যামসাঙ ফোন গুলো সবি তৈরি হয় চীনে।
বর্তমান বাজারে প্রায় সকল ব্রান্ডেরই নকল ফোন পাওয়া যায় । অন্যান্য ফোনের তুলোনায় নকল স্যামসাঙ ফোনের সংখাই বেশি।আর আপনারা হয়তো জানেন যে নকল স্যামসাঙ ফোন গুলো সবি তৈরি হয় চীনে।
- নকল স্যামসাঙ ফোনের চারদিকে কালো আকৃতির একটি খালি অংশ থাকে।
- আসল স্যামসাঙ এর হোম বাটনটি পর্দার নিচে খুব কাছাকাছি থাকে।আর নকল গুলোতে একটু নিচে থাকে যা ভালোভাবে খেয়াল না করলে বুঝা যায় নাহ।
- নকল স্যামসাঙ ফোনের সাথে একটি ফ্লিপ কাভার বিনামুল্যে দেয়া থাকে যা আসল স্যামসাঙ ফোনের সাথে দেয়া হয় না।
- আসল ফোনে *১২৩৪# চাপলে ভার্সন এপি,সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর, *#০ *# চাপলে জেনারেল টেস্ট মুড এবং *# ০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যায়।নকল স্যামসাঙ ফোনে এসব কোনো কোডি কাজ করবে নাহ।
- এছাড়া নকল স্যামসাঙ ফোনের লোগোতে হাতের নখ বা অন্য কিছু দিয়ে আচড় কাটলে সেটি উঠে যায় ।

Comments
Post a Comment