TopTricks of Removing any browser Redirect Virus
আমি বুলবুল আহমেদ অনেক দিন পর আসলাম আপনাদের মাঝে । আজ আমি অনেক গুরত্তপুর্ন বিষয় নিয়ে আলচনা করব । আমরা প্রায়ই যে সমস্যায় পরি তাহলো,ব্রাউজার রিডাইরেক্ট ভাইরাস ।
কথাটি হয়ত অনেকে বুঝেন নাই। যারা বুঝেন নাই তাদের জন্য বলি- আমরা যখন আমাদের কম্পিউটারে ব্রাউজার ওপেন করি , অনেক সময়ই দেখি ওপেন করার সাথে সাথেই ব্রাওজার এ অনেক গুলো নতুন ট্যাব ওপেন হয়ে গেছে । এটা খুবই বিরক্তকর একটি ব্যাপার। অনেক সময় আমরা ভাবি এটা হয়ত এমনি ই চলে আসছে। কিন্ত না এটা এমনি এমনি চলে আসেনি । এটা একপ্রকার ভাইরাস। যা খুবই সমসসা করতে পারে আপনার পিসি তে । এই রকম একটি প্রব্লেম আমরা দেখব স্ক্রিনশট এর মাধ্যমে। স্ক্রিনশটটি লক্ষ করি
এতে আমরা দেখতে পাচ্ছি ব্রাউজারটি ওপেন করার সাথে সাথেই এইরকম একটি নতুন ট্যাব ওপেন হয়ে গেছে। যা অনেক সময় খুবই বিরক্তকর হয়ে উঠে আমাদের কাছে । এখন আমি দেখাব কিভাবে এই সমস্যাটি সমাধান করতে হয়।
এটি সমাধান করার অনেক উপায় আছে । তার মধ্যে থেকে ভাল উপায়টি আমি এখন বলব । প্রথমে যেটি করতে হবে সেটি হল একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে তার লিঙ্ক নিচে দিয়ে দিব। এই সফটওয়্যারটির নাম হল ম্যলোয়ারবাইট ।
ডাউনলোড
এই সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করতে হবে । ইন্সটল করার পর এখানে অনেকগুলি অপশন পাবেন । তার মধ্যে স্ক্যান অপশনটি খুজে বের করতে হবে এবং ফুল স্ক্যান করতে হবে । স্ক্যান করা শেষ হলে দেখবেন আপনার পিসি তে অনেক ভাইরাস ধরা পরবে । এরপর সেগুলো রিমুভ করে দিতে হলে। ব্যাস হয়ে গেল আপনার কাজ। এবার পিসি রিস্টার্ট করে পুনরায় ব্রাওজার ওপেন করে দেখেন এখন আর কোন নতুন ট্যাব ওপেন হচ্ছে না ।
পোস্টটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমার লেখাটি সার্থক । আশা করি উপকারে আসবে ।
ধন্যবাদ সবাইকে পোস্টটি পরার জন্য ।
বুলবুল আহমেদ
ওয়েবসাইট: www.banglishtutorial.com
কথাটি হয়ত অনেকে বুঝেন নাই। যারা বুঝেন নাই তাদের জন্য বলি- আমরা যখন আমাদের কম্পিউটারে ব্রাউজার ওপেন করি , অনেক সময়ই দেখি ওপেন করার সাথে সাথেই ব্রাওজার এ অনেক গুলো নতুন ট্যাব ওপেন হয়ে গেছে । এটা খুবই বিরক্তকর একটি ব্যাপার। অনেক সময় আমরা ভাবি এটা হয়ত এমনি ই চলে আসছে। কিন্ত না এটা এমনি এমনি চলে আসেনি । এটা একপ্রকার ভাইরাস। যা খুবই সমসসা করতে পারে আপনার পিসি তে । এই রকম একটি প্রব্লেম আমরা দেখব স্ক্রিনশট এর মাধ্যমে। স্ক্রিনশটটি লক্ষ করি
এতে আমরা দেখতে পাচ্ছি ব্রাউজারটি ওপেন করার সাথে সাথেই এইরকম একটি নতুন ট্যাব ওপেন হয়ে গেছে। যা অনেক সময় খুবই বিরক্তকর হয়ে উঠে আমাদের কাছে । এখন আমি দেখাব কিভাবে এই সমস্যাটি সমাধান করতে হয়।
এটি সমাধান করার অনেক উপায় আছে । তার মধ্যে থেকে ভাল উপায়টি আমি এখন বলব । প্রথমে যেটি করতে হবে সেটি হল একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে তার লিঙ্ক নিচে দিয়ে দিব। এই সফটওয়্যারটির নাম হল ম্যলোয়ারবাইট ।
ডাউনলোড
এই সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করতে হবে । ইন্সটল করার পর এখানে অনেকগুলি অপশন পাবেন । তার মধ্যে স্ক্যান অপশনটি খুজে বের করতে হবে এবং ফুল স্ক্যান করতে হবে । স্ক্যান করা শেষ হলে দেখবেন আপনার পিসি তে অনেক ভাইরাস ধরা পরবে । এরপর সেগুলো রিমুভ করে দিতে হলে। ব্যাস হয়ে গেল আপনার কাজ। এবার পিসি রিস্টার্ট করে পুনরায় ব্রাওজার ওপেন করে দেখেন এখন আর কোন নতুন ট্যাব ওপেন হচ্ছে না ।
পোস্টটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমার লেখাটি সার্থক । আশা করি উপকারে আসবে ।
ধন্যবাদ সবাইকে পোস্টটি পরার জন্য ।
বুলবুল আহমেদ
ওয়েবসাইট: www.banglishtutorial.com

Comments
Post a Comment