ইউটিউব থেকে আয় করুন অতি সহজে (BanglishTutorial) পর্ব -১
আমরা কম বেশি সবাই ইন্টারনেট থেকে আয় করতে চাই । কিন্তু আমরা বেশির ভাগ মানুষই জানিনা কিভাবে এবং কোন পন্থায় সবচেয়ে কম সময়ে ইন্টারনেট থেকে টাকা উপার্জন করা যায় ।
আর সে লক্ষেই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার ধারাবাহিক টিউটোরিয়াল -
ইউটিউব থেকে আয় করুন অতি সহজে (BanglishTutorial) পর্ব -১
আমরা হয়তো কম বেশি ইউটিউব এর নাম শুনেছি এবং ইউটিউব থেকে আয় করা যায় এটাও হয়ত শুনেছি । যাইহোক এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব ।
স্টেপ ১ঃ একটি জিমেইল একাউন্ট খোলা-
আমাদের প্রথমেই একটি জিমেইল একাউন্ট খুলতে হবে । আর আমি মনে করি আপনারা জিমেইল একাউন্ট খুলতে পারবেন । আর যারা পারেন না , তাদের জন্য বলি , প্রথমেই আপনারা mail.google.com এ যান , যাওয়ার পর একটি নতুন পেজ আসবে , সেখান থেকে creat new account এ যান । তার পর পরবর্তী রিকোয়ারমেন্ট পূরণ করুন এবং সবশেষে মোবাইল ভেরিফিকেশনের মাধ্যমে মেইল একাউন্ট খুলুন ।
স্টেপ ২ঃএকটি ইউটিউব চ্যানেল খোলা -
প্রথমে আপনাকে লগ ইন করতে হবে ইউটিউব এ www.youtube.com
তারপর আপনি আপনার জিমেইল দিয়ে ইউটিউব এ লগ ইন করুন । তারপর চিত্র অনুসরন করুন
তারপর creator Studio তে ক্লিক করুন , চিত্রের মত ।
তারপর ওখান থেকে আপনার চ্যানেল টি খুলে নিন ।
আজ এ পর্যন্তই আগামী পর্বে দেখাব কিভাবে ভিডিও আপলোড করতে হয় এবং কিভাবে মনিটোরাইজ করতে হয় ।
সে পর্যন্ত সাথেই থাকুন ।
Follow us on:
facebook.com/banglishtutorial


Comments
Post a Comment