ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট পর্ব-১(HTML,CSS,PHOTOSHOP)

সবাইকে স্বাগতম আমার ধারাবাহিক টিউটোরিয়াল এ,বাংলিশ টিউটোরিয়াল (banglishtutorial)এর পক্ষ থেকে আমি মোঃখোকনুজ্জামান খোকন আপনাদের উদ্দেশ্যে আমার প্রথম ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে এসেছি,যার বিষয়বস্তু হলো ওয়েব ডিজাইনিং।
আমার টিউটোরিয়াল তাদের জন্যে যারা একদম ই নতুন। অর্থাৎ আমি নতুনদের কথা চিন্তা করেই আমার টিউটোরিয়াল করব।একদম বেসিক লেভেল থেকে।আমি চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার,কেননা আমাদের প্রত্যেকটা টপিক ক্লিয়ার থাকতে হবে। ক্লিয়ার না থাকলে আমরা কাজ করতে পারবনা।কাজগুলো খুব ই মাজার তাই আমরা মজার সাথেই কাজগুলো শিখবো।

আমার এই কোর্স করে আপনারা যা যা শিখতে পারবেন?
১।ওয়েব ডিজাইন।
v  এইচটিএমএল(HTML)
v  সিএসএস(CSS)
v  ফটোশপ(PHOTOSHOP)
এই কোর্স করা থাকলে ওয়েব ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে সহায়ক ভুমিকা রাখবে।

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কি একই? ওয়েব ডেভেলপমেন্ট আবার কি??
অবশ্যই এক না।যদিও রিলেটেড কিন্তু দুইটা দুই জিনিস।

ওয়েব ডিজাইনঃওয়েব ডিজাইন হলো একধরনের ডিজাইন যা ওয়েব কে নিয়ে। অর্থাৎ একটি ওয়েব সাইটের জন্যে বাহ্যিক আকার, আকৃতি বা গঠন(FORM) তৈরি করা।আরও বলতে পারি ওয়েবসাইটের জন্যে টেমপ্লেট তৈরি করা।যেখানে কোনো এপ্লিকেশন(software) থাকবেনা।কোন প্রকার ওয়েব এপ্লিকেশন ছাড়া একটি সাইট তৈরি করাকে ওয়েব ডিজাইন বলে।
এ ধরনের ডিজাইন কে স্ট্যাটিক ডিজাইন বলে। অর্থাৎ ডিজাইনটি অপরিবর্তনীয় থাকবে।নিজে থেকেই পরিবর্তিত হবে না।
আর যা নিজে থেকেই পরিবর্তিত হয় থাকে ডাইনাইমিক বলা হয়।

ওয়েব ডেভেলপমেন্টঃ  ওয়েব ডেভেলপমেন্ট হলো ওয়েব সাইটে এপ্লিকেশন তৈরি করা।যেমনঃইমেজ ম্যানুপুলেসন, লগিন সিস্টেম,ফাইল আপলোড করে ডাটা বেজ এ সেভ করে রাখা,অনলাইন ক্যালকুলেটর, কেলেন্ডার,অনলাইন গেম,ইত্যাদি ।ওয়েব ডেভেলপারকে এসব এপ্লিকেশন তৈরি করতে হয়।যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে ক্লাইন্টের ইচ্ছা অনুযায়ী আপনাকে এপ্লিকেশন তৈরি করে দিতে হবে।বিষয়টা খুবই চেলেঞ্জিং এবং ডাইনামিক।ওয়েব ডেভেলপমেন্ট কে ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট ও বলা হয়।

ওয়েব ডিজাইন কেনো শিখবো ?কি কি করা যাবে এর মাধ্যমে??
প্রথমত আমরা আগেই জেনেছি ওয়েব ডিজাইন করে আমরা ওয়েবসাইটের কাঠামো তৈরি করতে পারবো। অর্থাৎ ওয়েবসাইট তৈরির কাজেই আমরা ওয়েব ডিজাইন শিখবো। তার পাশাপাশি যদি আমরা ডেভেলপমেন্ট টা শিখে ফেলি তাহলে আমরা সহজেই ফ্রিল্যান্সিং করতে পারবো এবং তার পাশাপাশি টাকা উপার্জনও করতে পারব।
অনেক চাকরি আছে যা শুধু ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপর বেজ করে,এবং এর চাহিদা কিন্তু প্রচুর।তাছাড়াও অনলাইন এ প্রচুর কাজ পাওয়া যায়। তাই শুধু ওয়েব ডিজাইন করা শিখতে পারলেও আপনি টাকা উপার্জন করতে পারবেন,আপনি চাইলে ঘরে বসেই তা পারবেন।তাই দেরি না করে শিখে ফেলুন।

আপনি কি শিখতে পারবেন??কি কি জানা থাকতে হবে ওয়েব ডিজাইন শিখার জন্যে???
বেশি কিছু লাগবেনা, আপনার ইংলিশ পড়া জানা থাকলেই আপনি সহজেই ওয়েব ডিজাইন শিখতে পারবেন।আর ইংলিশের স্কিল ভাল থাকলে আপনার জন্যেই সুবিধা হবে। ফ্রিল্যান্সিং করার সময় অনেক কাজে দিবে,কারন তখন বিদেশী বাইয়ারদের সাথে কাজ করতে হবে।
তাহলে এখন আমারা মূল বিষয়ে আসি।

ওয়েব ডিজাইন করতে আমাদের যেসব জানতে হবেঃ
১।এইচটিএমএল(HTML)
২।সিএসএস(CSS)
৩।ফটোশপ(PHOTOSHOP)

এই টিনটা বিষয় ভালো করে আমাদের জানা থাকতে হবে।
আর আমি এই তিনটা বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। অবশ্যই মনযোগের সাথে আমার টিঊটোরিয়াল গুলো পড়বেন এবং যেগুলো প্র্যাক্টিক্যালি করার  সেগুলো করবেন। তাহলেই আপনি সহজেই ওয়েব ডিজাইন করা শিখতে পাড়বেন আশা রাখি।
আজকে আর কথা বাড়াবোনা,আগামী টিউটোরিয়াল এ আমি এইচটিএমএল(HTML) এর বেসিক নিয়ে আলোচনা করবো।অবশ্যই দেখবেন।
সবাইকে বাংলিশ টিউটোরিয়ালের পক্ষ থেকে ধন্যবাদ যারা এই পোষ্টটি পড়লেন।


আমাদের সাথেই থাকুনঃ
youtube channel:banglishtutorial
facebook group:banglish tutorial
facebook page:banglish tutorial

Comments

Popular posts from this blog

Top Mistake of WebDesign

How TO Download DU meter Latest Virsion With crack 100% lifetime

Download google earth on your Android device(গুগল আর্থ ডাউনলোড করুন আর ছবি সহ দেখুন আপনার আশে পাশের সব কিছু)