ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট পর্ব-2(HTML,CSS,PHOTOSHOP)
![]() |
| Web design |
এইচটিএমএল এর মানে হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ(Hyper Text Markup Language)। এটা কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়।এটা শিখা খুবই সহজ।আপনি যদি দক্ষ ওয়েব ডেভেলপার হতে চান,তাহলে অবশ্যই আপনাকে এইচটিএমএল ভালোভাবে শিখতে হবে।
এখন প্রশ্ন হচ্ছে ওয়েব ডেভেলপার হতে কি এইচটিএমএল-ই যথেষ্ট ?
কখনই না। এইচটিএমএল দিয়ে আপনি শুধু ওয়েব পেজে কনটেন্ট প্রদর্শন করাতে পারবেন। কনটেন্ট মানে আপনার যে উপাত্ত, তথ্য এগুলো। কিন্তু স্টাইল করার জন্যে কিন্তু সিএসএস(CSS) লাগবে।আমরা ১ম পর্বেই জেনেছি ওয়েব ডিজাইনের জন্যে আমাদের কি কি জানতে হবে।
যেহেতু আমরা এইচটিএমএল ব্যাবহার করে ওয়েব পেজ তৈরি করব, ওয়েব পেজ কি আমাদের কি জানা আছে???
ওয়েব পেজ হলো একটি হাইপারটেক্সট ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW.) দ্বারা কানেক্টেড থাকে অর্থাৎ ইন্টারনেট দ্বারা সংযুক্ত থাকে। হাইপারটেক্সট ডকুমেন্ট বলতে বুঝায় যা এমন কতগুলো টেক্সট সংবলিত ডকুমেন্ট তৈরি করে যেগুলো আমরা ক্লিক করার মাধ্যমে এক্সেস করতে পারি, অর্থাৎ দেখতে পারি, আর তাহাই হছে ওয়েব পেজ।
তাহলে ওয়েব সাইট কি ???
ওয়েব সাইট হল কতগুলো ওয়েব পেজের সমষ্টি। যেমন কতগুলো পেজ মিলে হয় খাতা, তেমনই কতগুলো ওয়েব পেজ মিলে হয় ওয়েব সাইট। যেমনঃ ফেসবুক।
এখন আমরা মূল কথায় আসি,
এইচটিএমএল এর কোড কোথায় করবেন???
১।নোটপ্যাড(Notepad)
২।নোটপ্যাড প্লাস প্লাস।(Notepad++)
৩।ড্রিমওয়েভার(Dreamweaver)
এগুলোকে বলা হয় টেক্সট এডিটর।এরকম আরোও অনেক এডিটর আছে।
১ম(Notepad) যেটা সেটা আপনি যদি উইন্ডোজ ব্যাবহার করেন তাহলে, ডিফল্টভাবেই পেয়ে যাবেন, শুরুর দিকে ব্যাবহার করতে পারেন। আর পরের দুটো হলো অ্যাডভান্স এডিটর।আমি আপনাদের দেখাবো নোটপ্যাড প্লাস প্লাস এ।
আপনারা ডাউনলোড করতে পারবেন এখান থেকেঃ
ডাউনলোড করে ইন্সটল করে ফেলুন। ইন্সটল করা একদমই সহজ, আশা করি আপনারা করে ফেলতে পারবেন।
এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব আগামী পর্বে।
এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব আগামী পর্বে।
আজকে এই পর্যন্তই। সাথেই থাকুন।
Follow Us:
youtube channel:banglishtutorial
facebook group:banglish tutorial
ধন্যবাদ সবাইকে।


Comments
Post a Comment