Pendrive has files but not showing ok just read this post..আপনার পেন্ড্রাইভ এ ডকুমেন্ট আছে কিন্তু খালি দেখাচ্ছে ,তাহলে নিচের পোস্টটি পড়ুন আর সমস্যার সমাধান করুন।
আসসালামু আলাইকুম ।কেমন আছেন সবাই ?
আশা করি সবাই মহান আল্লাহ্ তালার অশেষ রহমতে ভালোই আছেন।
বরাবরের মতোই আমি আজকে আপনাদের সাথে একটি দরকারি পোস্ট শেয়ার করবো।আমার আজকের পোস্ট মূলত পেন্ড্রাইভ নিয়ে।
আমরা আমাদের দরকারি ফাইল, ফটো, ভিডিও ইত্যাদি পিসি বা ল্যাপটপ এ সেভ করে রাখি । অনেক সময় দেখা যায় যে পিসি বা ল্যাপটপ এর হার্ডডিস্ক ফুল হয়ে যায় বা অন্য কোন কারনে আমরা আমাদের একান্ত ব্যক্তিগত কিছু দরকারি ফাইল, ফটো, ভিডিও বা অন্য কোন দরকারি ডকুমেন্ট পেন্ড্রাইভ এ রেখে দেই, যাতে আমি ছাড়া আর কেউ এগুলো ব্যবহার করতে না পারে।
এখন ধরুন, আপনি যে ফাইল গুলো পেন্ড্রাইভ এ রেখেছেন সেগুলো যদি খুঁজে না পান, মানে হচ্ছে ধরুন আপনার ৮ জিবি পেন্ড্রাইভটি আপনার দরকারি ডকুমেন্ট দিয়ে ফুল করে রেখেছেন কিন্তু কাজের সময় গিয়ে দেখলেন যে আপনার পেন্ড্রাইভ এ কিছুই নাই কিন্তু আপনার পেন্ড্রাইভটি ঠিকই ৮ জিবি ফুল ছিল।মানে হচ্ছে, আপনার পেন্ড্রাইভ এর জায়গা ঠিকই ফুল দেখাচ্ছে কিন্তু যে দরকারি ফাইল গুলো ছিলো সেগুলো দেখাচ্ছে না। তাহলে এখন আপনার মনের অবস্থাটা কি ?
হুম আপনাদের জন্যই এই পোস্ট, তাহলে টেনশন কিসের? আমি আজকে আপনাদের ঠিক এই সমস্যার সমাধান দেখিয়ে দিবো ইন শা আল্লাহ্।
প্রথমে আপনি আপনার ল্যাপটপ বা পিসিতে পেন্ড্রাইভটি সংযোগ করুন।
এরপর Run এ গিয়ে লিখুন Cmd এখন Enter চাপুন।
নিচে দেয়া ফটোর মতো আসবে ঃ
আর হ্যাঁ যারা windows 10 ব্যবহার করেন তারা command prompt(Admin) এ ক্লিক করুন তাহলে এরকম আসবে।
এখন আপনি টাইপ করে ফেলুন attrib -h -r -s /s /d d:\*.* তারপর enter চাপুন।
আমি যেভাবে টাইপ করেছি ঠিক এভাবে করুন ঃ
এখানে d:\*.* এর জায়গায় আপনি আপনার পেন্ড্রাইভ এর drive এর নাম লিখুন মানে আপনার পেন্ড্রাইভ যদি h drive এ হয় তাহলে আপনি এখানে d এর জায়গায় h লিখবেন।
আমি দেখিয়ে দিচ্ছি ঃ
আপনার কাজ শেষ এখন আবার নতুন করে আপনার পেন্ড্রাইভটি ওপেন করুন দেখবেন আপনার হারিয়ে যাওয়া সব ডকুমেন্ট আবার চলে এসেছে।
ধন্যবাদ সবাইকে,ইন শা আল্লাহ্ আবারো নতুন কোন পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
Tanvir Ahmed.
painfultanvir.pt@gmail.com.
Follow us on:
youtube channel:banglishtutorial
facebook group:banglish tutorial.
facebook page:banglish tutorial
Follow us on:
youtube channel:banglishtutorial
facebook group:banglish tutorial.
facebook page:banglish tutorial
Comments
Post a Comment