How To Change Your Wifi Password Of Your TP-Link Router.
কেমন আছেন সব ভক্তলোক ??? আমি জানি আপনারা আমার বিশাল ভক্ত!!! আর না হইলে সমস্যা নাই।কোন সমস্যা নাই,আমি মনে করে নিবো আপনারা আমার ভক্তলোক।যাইহোক কিছু মনে করবেন না একটু মজা করলাম।
এখন চলুন কাজের কথায় আসি।আজকে আমরা কথা বলবো ওয়াইফাই রাউটার এর পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করে সেটা নিয়ে।আমরা অনেকই ওয়াইফাই রাউটার ব্যাবহার করি কিন্তু অনেকেই এই ডিভাসইটি কনফিগার করতে পারিনা,আবার এর ইউজার নেম ও পাসওয়ার্ড পরিবর্তন করতে পারিনা।
আজকে আমরা শুধু জানব কিভাবে ওয়াইফাই রাউটার এর ইউজার নেম ও পাসওয়ার্ড পরিবর্তন করা যায়।
তাহলে চলুন শুরু করা যাক।
এখন চলুন কাজের কথায় আসি।আজকে আমরা কথা বলবো ওয়াইফাই রাউটার এর পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করে সেটা নিয়ে।আমরা অনেকই ওয়াইফাই রাউটার ব্যাবহার করি কিন্তু অনেকেই এই ডিভাসইটি কনফিগার করতে পারিনা,আবার এর ইউজার নেম ও পাসওয়ার্ড পরিবর্তন করতে পারিনা।
আজকে আমরা শুধু জানব কিভাবে ওয়াইফাই রাউটার এর ইউজার নেম ও পাসওয়ার্ড পরিবর্তন করা যায়।
তাহলে চলুন শুরু করা যাক।
১।ওয়াইফাই রাউটার এর আইপি এড্রেস টা এড্রেস বারে টাইপ করতে হবে।থিক এইরকম নিচের মতন।
২।আইপি এড্রেস টা সার্চ দেয়ার পর ঠিক এইরকম একটি পেজ আসবে।এখানে Wirless এ ক্লিক করুন।
৩।এর পর Wireless এ ক্লিক করলে কিছু সাবমেনু আসবে,তার মধ্য থেকে আপনাকে Wirless Setting এ ক্লিক করতে হবে।এখানে আপনি আপনার ইউজার নেমটা পরিবর্তন করতে পারবেন। SAVE করে নিন।
৪।এখন আমরা দেখবো কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবো।এখন আমরা ক্লিক করব Wireless Security এ,এখন একটু নিচের দিকে আসুন দেখবেন WPA_PSK/WPA2-PSK এই অপশনটি আছে-সিলেক্ট করুন এই অপশনটি।তারপর আপনার পাসওয়ার্ড টি পরিবর্তন করুন নিচের ছবিতে দেখানো স্থানে।SAVE করে নিন।রিবুট(REBOOT) একটি অপশন আসতে পারে।অবশ্যই রিবুট(REBOOT) করে নিবেন।তারপর নতুন করে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই(WIFI) কানেক্ট করুন।
Follow Us:
youtube channel:banglishtutorial
facebook group:banglish tutorial
facebook page:banglish tutorial
ধন্যবাদ সবাইকে।





Comments
Post a Comment