How To Show Or Know Wifi Password on Windows 10

ছোটখাটো কিছু বিষয় থাকে যেগুলো না জানলে হয়তো আমাদেরকেই বিপদে পরতে হয়। আর অনেকেই বলবে আপনি স্মার্ট না। সেরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে। চলুন আলোচনা শুরু করে দেই।
এ যাবত পর্যন্ত আমরা যতগুলো ওইন্ডোজ ভার্সন দেখেছি তার মধ্যে সবথেকে লেটেস্ট এবং এডভান্স ওইন্ডোজ হলো ওইন্ডোজ ১০ (WINDOWS 10)।অনেক ফাস্ট এবং এর অনেক নতুন ফিচার আছে যেগুলো আপনাকে মুগ্ধ করবে।এটা ব্যাবহার করেও আপনি অনেক মজা পাবেন।

যাইহোক কাজের কথায় আসি,আমরা অনেকেই ওইন্ডোজ ১০(WINDOWS 10) ব্যাবহার করি,পাশাপাশি আবার ওয়াইফাই ও ব্যাবহার করি।আমরা যেহেতু অনেক ভোলামন তাই মাঝে মাঝে আমরা ওয়াইফাই এর পাসওয়ার্ড ভুলে জাই। অথবা কখনো কখনো দেখা যায় আপনি আপনার বন্ধুর ওয়াইফাই  ব্যাবহার করতেছেন,কিন্তু তার ওয়াইফাই এর পাসওয়ার্ড জানেন না।তখন আপনি কিভাবে পাসওয়ার্ড টা জানবেন। চলুন দেখি,

১।আপনার যে ওইন্ডোজ  বার আছে সেখানে ওয়াইফাই  আইকন এ রাইট ক্লিক করুন।নিচের ছবির মত আসবে।

open_network_sharing_center

২।এখন Open Network and Sharing Center এ ক্লিক করুন।ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস আসবে।

connections

 ৩। CONNECTIONS এ ক্লিক করুন, ঠিক এরকম আসবে।

wireless_properties

৪। WIRELESS PROPERTIES এ ক্লিক করুন।একটি নতুন ওইন্ডো আসবে এরকম। 

security

৫।এখন SECURITY এ ক্লিক করুন,নতুন আরেকটি ওইন্ডো আসবে।

show_password

৬। SHOW CHARECTERS এ ক্লিক করুন ,দেখবেন আপনাকে পাসওয়ার্ড দেখাবে।এভাবেই আপনি সহজেই পাসওয়ার্ড জানতে পারবেন।

Follow Us:
youtube channel:banglishtutorial
facebook group:banglish tutorial
facebook page:banglish tutorial


ধন্যবাদ সবাইকে।

Comments

Popular posts from this blog

Top Mistake of WebDesign

Download google earth on your Android device(গুগল আর্থ ডাউনলোড করুন আর ছবি সহ দেখুন আপনার আশে পাশের সব কিছু)

How can u make video tutorial or take screen short on your desktop ? কি আপনার ডেস্কটপ এ স্কীন শর্ট তুলতে চান এবং বানাতে চান ভিডিও টিউটোরিয়াল তাহলে নিচের পোস্টি পড়ুন।