Download BD ramadan android Apps free(জেনে নিন রমজান মাসের সেহেরি ও ইফতারের সঠিক সময় )
আসসালামু আলাইকুম।আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন।বরাবরের মতন আবারো হাজির হয়ে গেছি নতুন এক পোস্ট নিয়ে। তবে আজকে আপনাদের সাথে এক ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো ইন শা আল্লাহ।তার আগে সবাইকে একটি কথা মনে করিয়ে দিতে চাই যদিও হয়তো বা সবাই জানেন আর তা হচ্ছে যে সামনে কিন্তু রমজান মাস । আসলে আমরা সারা বছর যাই করি না কেন রমজান মাসে সবাই চেষ্টা করি রোযা রাখার কারন এই মাসটাই হচ্ছে নিজেদের সংশোধনের মাস। যাই হোক আমি আজকে আপনাদের সাথে এমন একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার শেয়ার করবো যার সাহায্যে আপনারা রমজান মাসের ইফতারি ও সেহেরির সঠিক সময় জানতে পারবেন। এই সফটওয়্যার এর আরও কিছু বারতি সুবিধা আছে যেমনঃরোযার নিয়ত,রোযা ভাঙ্গার কারন,তারাবির নিয়ত ইত্যাদি অনেক সুবিধা। আপনারা শুধু নিচে দেয়া লিঙ্ক থেকে এই সফটওয়্যার টি ডাউনলোড করে ফেলুন । লিঙ্কঃ বাংলিশ টিউটোরিয়াল কি ডাউনলোড করেছেন তো ? না করলে এখনি করে ফেলুন ।আজকের মতন এখানেই বিধায় নিচ্ছি।ইন শা আল্লাহ্ আবারো আপনাদের সাথে নতুন কোন পোস্ট শেয়ার করবো। সবাই ভালো থাকবেন আর বাংলিশ টিউটোরিয়াল এর সাথেই থাকুন।